Skip to main content

ব্রেকিং ব্যাড এটা শুধু সিরিজ না এটা একটা ইমোশন, এটা একটা ভালোবাসার নাম 🖤

 

টিভি সিরিজঃ ব্রেকিং ব্যাড।

আইএমডিবিঃ ৯.৪/১০  (১৬ লক্ষ ভোট)

#স্পয়লার_এলার্ট

প্লটঃ- ওয়াল্টার হোয়াইট (ব্রায়ান ক্র্যানস্টন) নামে এক হাই স্কুল রসায়নের শিক্ষক অস্ত্রোপচার অনুপযোগী এক ক্যান্সারে ভুগছেন। তার মৃত্যুর পূর্বে তার পরিবারের ভবিষ্যতের কথা ভেবে তিনি এবং তার ছাত্র জেসি পিঙ্কম্যান (অ্যারন পল) মিলে মেথ উৎপাদন ও বিক্রির সাথে জড়িত হয়ে পড়েন। এক সময় সেই শিক্ষক হয়ে গেলেন ড্রাগ লর্ড  দ্য গ্রেট হাইজেনবার্গ!কিন্তু এই ওয়াল্টার এর শেষ পরিণতি কি?টাকা তাকে  সুখ এনে দিতে পেরেছিলো?এটা জানতে হলে দেখতে হবে মাস্টারপিস এই সিরিজটি।

প্রথম ২ সিজন অনেক স্লো লাগছিলো, ভাবছি এভারেজ কিছু হবে।কিন্তু ৩ সিজন থেকে যাস্ট আগুন।থ্রিল,টান টান উত্তেজনা তাই এক এপিসোড শেষ হলে অন্য এপিসোড না দেখে উঠা যায় নি।

৪ আর ৫ সিজন বেশি ভালো লেগেছে।৪ সিজন এর সর্বশেষ ৫ এপিসোড থেকে পুরো ৫ সিজন যাস্ট অসাধারন ছিলো।এই শেষ এপিসোডগুলোই ব্রেকিং ব্যাডকে বেশি দুর্দান্ত করে তুলছে।সবচেয়ে প্রিয় এপিসোড হলো সিজন ৪ এর শেষ এপিসোড ও সিজন ৫ এর শেষ এপিসোড।এই দুই  এপিসোড এতই ভালো লেগছে যে রিপিট করে দেখছি।

ওয়াল্টার হোয়াইট চরিত্রে (ব্রায়ান ক্র্যানস্টন)  যাস্ট দুর্দান্ত ছিল। এতটা রিয়েলস্টিক অভিনয় খুব কম দেখছি।আর জেসি পিংকম্যান চরিত্রে (অ্যারন পল) খুব ভালো করছে।হ্যাংক,মাইক, গুস্তাভ, সউল গুডম্যান প্রতিটি ক্যারেকটার দুর্দান্ত ছিলো।

রিয়েলস্টটিক অভিনয়,দুর্দান্ত মেকিং,ফ্যামিলি ড্রামা,ইমোশন, ক্রাইম, থ্রিলার,টুইস্ট টান টান উত্তেজনা এই সবকিছু পেতে হলে আপনাকে ব্রেকিং ব্যাড দেখতে হবে।প্রথম দিকে স্লো বিদায় অনেকের ভালো লাগবে না, বাট কেউ সব দেখা শেষ করলে এটা সবারই ভালো লাগবে।যারা থ্রিল পছন্দ করেন, যারা টুইস্ট পছন্দ করেন ,  তারা এখনই শুরু করে দিন ব্রেকিং ব্যাড।

সর্বশেষ একটা বিষয় বলবো।অনেক টিভি সিরিজ দেখেছি কিন্তু ব্রেকিং ব্যাড এর এন্ডিং সবথেকে বেষ্ট মনে হয়েছে আমার কাছে।আমার কাছে গেম অফ থ্রোনস এর পর সবথেকে ভালো লাগা সিরিজ হলো এটা।

অনেকেই দেখছেন হয়ত বাট যারা দেখেননি তারা দেখে ফেলুন, প্রথম দিকে একটু স্লো হলেও সব শেষ করুন অবশ্যই ভালো লাগবে।

Comments