Skip to main content

Posts

Showing posts from August, 2021

the invisible boy এর বাংলায় explanation.the invisible boy movie story summarized in bangla.

বলছিলাম 2014 সালে মুক্তি পাওয়া Action, Adventure, comedy মুভি the invisible boy মুভিটির ঘটনা প্রবাহ। IMDB 6.2/10 মুভির সুরুতে আমরা দেখতে পায়, মিকি নামের এই বাচ্চাটিকে যার, সপ্ন ছিল সে সুপার হিরো হবে।কিন্তু তার স্কুলের বাচ্চারা তাকে এতটা বাজে ভাবে বিরক্ত করত যে, সে তার নিজের পকেটে টাকা রাখতে ও সাহস পেত না।ক্লাস সুরু হলে একজন পুলিশ অফিসার আসে তাদের ক্লাসে, এসে বলে তোমাদের ক্লাসের একটি বাচ্চা নিখোঁজ হয়ে গেছে।তোমাদের সাথে যদি তার দেখা হয় তাহলে বলবে সে জেন বাড়িতে চলে জায়।আসলে এই এই পুলিশ অফিসার ছিল মিকির মা। তিনি ক্লাস থেকে বের হয়ে জায়। তার কিছুখন পরে মিকির নাক দিয়ে রক্ত পরতে থাকে।নিজের নাক থেকে ২ ফোটা রক্ত তার আনছার সিটে পরে। মিকি বাথরুমে গেলে জেই বাচ্চা ২ টি তাকে সব সময় বিরক্ত করত, সেই বাচ্চা ২ টি তার বাথরুমের দরজা ভেনগে তার দিকে একটি খেলনা বন্দুক তাক করে তার মোজার ভিতর থেকে টাকা নিয়ে নেয়।এই টাকা দিয়ে সে তার নিজের জন্য কোন এক সুপার হিরোর কস্টিউমস কিনতে চেয়েছিল। মিকি কোন মতে বাথরুম থেকে বের হয়ে জায়, পালানোর সময়, সেই বাচ্চাটি খেলনা বন্দুক দিয়ে তাকে গুলি করতে থাকে।আর বাকি বাচ্চারা দারিয়ে

Parasyte 1 (2014) এর বাংলায় explanation | Parasyte Japanese Horror full parts Summarized in Bangla

মানবজাতিকে ধ্বংস করে পৃথিবীর বোঝা কমাতে এগিয়ে এসেছে এক ভয়ানক পরজীবী! একজন মানুষের নাক, কান বা মুখ দিয়ে প্রবেশ করে সোজা মস্তিষ্কের দখল নিয়ে নেয় এই পরজীবী। তারপর ধীরে ধীরে দখল নেয় পুরো শরীর। হয়ে যায় মানুষখেকো দানব!জাকে দমন করা প্রাই অসম্ভব। মানবজাতিকে ধ্বংস করে পৃথিবীর বোঝা কমাতে এগিয়ে এসেছে এক ভয়ানক পরজীবী! একজন মানুষের নাক, কান বা মুখ দিয়ে প্রবেশ করে সোজা মস্তিষ্কের দখল নিয়ে নেয় এই পরজীবী। তারপর ধীরে ধীরে দখল নেয় পুরো শরীর। হয়ে যায় মানুষখেকো দানব!জাকে দমন করা প্রাই অসম্ভব। বলছিলাম ২০১৪ সালে মুক্তি পাওয়া ci fi horor মুভি প্যারাসাইট part 1 এর ঘটনা প্রবাহ। মুভিটির IMDB রেটিং 6.9/10 এবং Rotten tomatoes মুভিটা 73% ফ্রেশ। মুভির সুরুতে আমাদের দেখানো হয় কিছু প্যারাসাইট গভির সমুদ্র থেকে উঠে এসেছে। রাতে এক দম্পতি ঘুমিয়ে আছে আর একটি প্যারাসাইট তার কানের মদ্ধে ঢুকে যায়, লোক কি প্রথমে জন্ত্রনায় কাত্রাতে থাকে,এবং কিছুখন পর সে আবার সাভাবিক ভাবে ঘুমিয়ে পরে।অন্য দিকে দেখা যায় সিনচি তার কানে হেডফোন লাগিয়ে ঘুমিয়ে আছে। প্যারাসাইট টি কানের ভিতরে ঢুকার চেস্টা করেছিল কিন্তু সে ব্যর্থ হয়ে নাকের মদ্ধে দিয়ে ঢুক

Hercules Movie Explained in Bangla | বাংলায় হারকিউলিস মুভিটির গল্প | Fantasy Movie

Hercules (2014) Movie Explained in Bangla 𝐌𝐨𝐯𝐢𝐞𝐂𝐫𝐞𝐝𝐢𝐭 : Paramount Pictures Director : Brett Ratner Producer : Brett Ratner & Barry Levine Cinematographer : Dante Spinotti Based on : Hercules - The Thracian Wars by Steve Moore IMDB-6.0/10 বীর তার কর্মের মাদ্ধই তার পরিচয় দিয়ে থাকে।তার জন্য ওইসরিক কোন পরিচয় মুক্ষ নয়।দেখার বিষয় সে মানুষের বিষাস ও ভালোবাসা কতটুকু অর্জন করতে পেরেছে। ও হ্যা বলছিলাম ২০১৪ সালে মুক্তি পাওয়া action adventure fantasy movie Hercules এর ঘটনা। গ্রিস দেসের এক নগরি হচ্ছে থিবস।এই থিবস নগরির এক বরসন মুখর রাতে জন্ম নিয়েছিল এক অদ্ভুত খমতাধর শিশু জার জান হারকিউলিস। গ্রিস পুরান মুতাবেক গ্রিকদের দেবরাজ এবং আকাশ ও জমিনের দেবতা হচ্ছে জিউস।এই জিউস এর সন্তান হচ্ছে হারকিউলিস।দেবতা পুত্র হবার পরেও হারকিউলিস মানুষের গর্রভে জন্মগ্রহণ করেছেন। জিউসের অবইধ সন্তান কে জিউসের স্ত্রী হেরা মেনে নিতে পারলেন না।হেরা ও ছিলেন দেবতাদের রাণি।জিউসের এই বিসবাস ঘাতকতা তিনি মেনে নিতে পারলেন না।এজন্য সে হারকিউলিস কে প্রচন্ড ধৃনা করতেন। হারকিউলিস কে মেরে ফেলার জন্য হেরা প্র