টিভি সিরিজঃ ব্রেকিং ব্যাড। আইএমডিবিঃ ৯.৪/১০ (১৬ লক্ষ ভোট) #স্পয়লার_এলার্ট প্লটঃ- ওয়াল্টার হোয়াইট (ব্রায়ান ক্র্যানস্টন) নামে এক হাই স্কুল রসায়নের শিক্ষক অস্ত্রোপচার অনুপযোগী এক ক্যান্সারে ভুগছেন। তার মৃত্যুর পূর্বে তার পরিবারের ভবিষ্যতের কথা ভেবে তিনি এবং তার ছাত্র জেসি পিঙ্কম্যান (অ্যারন পল) মিলে মেথ উৎপাদন ও বিক্রির সাথে জড়িত হয়ে পড়েন। এক সময় সেই শিক্ষক হয়ে গেলেন ড্রাগ লর্ড দ্য গ্রেট হাইজেনবার্গ!কিন্তু এই ওয়াল্টার এর শেষ পরিণতি কি?টাকা তাকে সুখ এনে দিতে পেরেছিলো?এটা জানতে হলে দেখতে হবে মাস্টারপিস এই সিরিজটি। প্রথম ২ সিজন অনেক স্লো লাগছিলো, ভাবছি এভারেজ কিছু হবে।কিন্তু ৩ সিজন থেকে যাস্ট আগুন।থ্রিল,টান টান উত্তেজনা তাই এক এপিসোড শেষ হলে অন্য এপিসোড না দেখে উঠা যায় নি। ৪ আর ৫ সিজন বেশি ভালো লেগেছে।৪ সিজন এর সর্বশেষ ৫ এপিসোড থেকে পুরো ৫ সিজন যাস্ট অসাধারন ছিলো।এই শেষ এপিসোডগুলোই ব্রেকিং ব্যাডকে বেশি দুর্দান্ত করে তুলছে।সবচেয়ে প্রিয় এপিসোড হলো সিজন ৪ এর শেষ এপিসোড ও সিজন ৫ এর শেষ এপিসোড।এই দুই এপিসোড এতই ভালো লেগছে যে রিপিট করে দেখছি। ওয়াল্টার হোয়াইট চরিত্রে (ব্রায়ান ক্র্যানস
বরাবরই রোম্যান্টিক ঘরানার ছবি ভালো লাগে বলে অপেক্ষায় ছিলাম ছবিটির জন্য। কিন্তু ছবি মুক্তির আগেই কোরিয়ান রোম্যান্টিক মুভির লিস্ট ঘাঁটাঘাটি করতে গিয়ে পেলাম Always শিরোনামের মুভিটা। ট্রেলার দেখেই বুঝলাম এই ছবিটি থেকেই Do Lafzo Ki Kahani ছবিটি নকল করেছে। হুবহু নকল করা সত্ত্বেও যদিও বলিউড অহরহ Inspired ট্যাগ লাগিয়ে দেয় তাদের সব নকল ছবিতে। যাই হোক, বলিউডের মুভিটা দেখার চিন্তা বাদ দিয়ে দেখতে বসে গেলাম Always মুভিটা। সাউথ কোরিয়ার এই মুভিটি মুক্তি পায় ২০১১ সালের ২০ অক্টোবর। ১০৬ মিনিট ব্যাপ্তি ছবিটির কাহিনী আবর্তিত হয় চিওল-মিন নামের একজন প্রাক্তন বক্সারকে ঘিরে যে কিনা কোন এক ঘটনার পরিপ্রেক্ষিতে চার বছর তিন মাস জেল খাটার পর স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং নানা ধরণের সৎ কাজে নিজেকে নিয়োজিত করে উপার্জনের পথ বেছে নেয়। এভাবেই সে নাইট শিফটের এক পার্কিং দেখাশোনার কাজ পেয়ে যায় পার্টটাইম হিসেবে, আর থাকার জন্য তাকে একটি ছোট রুম দেওয়া হয় যেখানে একটি ছোট টিভিও ছিল। এই পার্কিং-এই আগে একজন বৃদ্ধ দায়িত্ব পালন করতো। আর এই বৃদ্ধর সাথে গল্প করতে এবং টিভি সিরিজ দেখতে প্রতিদিন আসতো জাং-হুয়া নামের এক অন্ধ মেয়ে যে কিনা